বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা শাখা পূনর্গঠন করা হয়েছে। গতকাল (১৫ ফেব্রুয়ারী, শনিবার) বেলা ১২ টায় জেলার কর্মী সভায় পূর্ববর্তী মজলিসে আমেলার মূল্যায়নের ভিত্তিতে মনোনিত দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহি সদস্য ও নরসিংদী জেলা সভাপতি প্রিন্সিপ্যাল আব্দুন নূর,কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার মাহমুদ, যুব মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা ও অফিস সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, যুব মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আবরারুল হক নোমান, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি শহীদুল ইসলাম, সাবেক জেলা সহ-সভাপতি মাওলানা মামুনুর রশীদ , মাওলানা ফখরুল ইসলাম, সাবেক প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, সাবেম সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ, সাবেক মজলিসে আমেলার নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মোমেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সভাপতি মুফতি হাশমতুল্লাহ ফরিদী, সহ সভাপতি মাওলানা মুশতাক আল মাদানি, সংগঠন বিভাগের সম্পাদক মুফতি আব্দুল আজিজ নড়াইলী, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, অফিস বিভাগের সম্পাদক মুফতি রহমাতুল্লাহ, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা ত্বারেকুর রহমান কাসেমী, প্রচার বিভাগের সম্পাদক মাওলানা মুনীরুজ্জামান, সংগঠন বিভাগের সহ-সম্পাদক মাওলানা সানিকুল ইসলাম, মজলিসে আমেলা সদস্য মাওলানা মাসউদুর রহমান,মাওলানা নাছির বিন হানিফ, মাওলানা সালাহউদ্দিন,জনাব আইনুল হক, মাওলানা মুরাদ খান, মাওলানা আব্দুল কাইয়ুম মাহমুদী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মোশাররফ, মাওলানা মুহাম্মাদুল্লাহ।