ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের মাহফিলের ভিডিওটি ভুয়া দাবি পুলিশের

সাপ্তাহিক দেশের মানচিত্র
ডিসেম্বর ১৮, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের মাহফিলের ভিডিওটি ভুয়া দাবি পুলিশের

 

যশোরের সদর থানার রামনগর ইউনিয়নের রাজার হাট জামিয়া ইসলামীয়া নামের একটি ব্যানারে ধারণ করা ভিডিওটি নিয়ে ফেসবুকে শুরু হয়েছে তোলপাড়। ভিডিওতে এক মুখোশধারী ব্যক্তি আরবি ভাষায় জিহাদ সম্পর্কিত আলোচনা করছেন। তার পাশে কালো মুখোশ পরিহিত দুই ব্যক্তি অস্ত্রসহ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

 

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এটি দ্রুত ভাইরাল হয়। ভিডিওটি ঘিরে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ও আলোচনা করছেন।

 

ভিডিওটি নজরে আসার পর যশোর সদর থানা পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই এবং এর পেছনে কারা জড়িত তা উদঘাটনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, আবার কেউ এটি বিভ্রান্তিমূলক বলেও উল্লেখ করেছেন।

 

এই বিষয়ে যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওটি আমাদের নজরে আসছে। প্রাথমিক ভাবে আমরা যাচাই-বাচাই করেছি। এটি একটি ভুয়া ভিডিও। এখানে জামিয়া ইসলামীয়া নামের কোন মাদ্রাসাও নেই।

 

পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে বিভ্রান্তিকর বা উত্তেজক মন্তব্য এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। তারা আরও বলেছেন, যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত কোনো গুজবে কান না দিতে এবং তদন্তে সহযোগিতা করতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: