ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের উলামা সম্মেলন অনুষ্ঠিত

সাপ্তাহিক দেশের মানচিত্র
নভেম্বর ২৩, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের উদ্যোগে ‘বিভাগীয় উলামা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ তারিখ বুধবার যশোরের আশরাফুল মাদারিস সতীঘাটা মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন আমিরুল হিন্দ, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী।

বিশেষ অতিথির বক্তব্য দেন আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান।

মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিশেষ আলোচকের বক্তব্য পেশ করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

মুফতি আমানুল্লাহ কাসেমী ও মুফতি উবায়দুল্লাহ শাকিরের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আবু দাউদ, মুফতি মজিবুর রহমান, মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ, যুগ্ন মহাসচিব মাওলানা রশিদ আহমদ বিন ওয়াক্কাস ,সাংগঠনিক সম্পাদক মুফতি গোলামুর রহমান, চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, মেহেরপুর জেলা সেক্রেটারি মুফতি হাফিজুর রহমান, ঝিনাইদহ জেলার সহ-সভাপতি মুফতি রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলার সভাপতি মাওলানা আব্দুল খালেক, নড়াইল জেলার সভাপতি মাওলানা আব্দুল হালিম, মাগুরা জেলার সভাপতি মাওলানা মনিরুল ইসলামসহ স্থানীয় উলামায়ে কেরাম।

সম্মেলনে খুলনা বিভাগের প্রায় দশ হাজার আলেম-উলামা, মাদরাসার ছাত্র-শিক্ষক অংশগ্রহণ করে।

আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় খুলনা বিভাগ থেকে মোট ১,৮৬৭ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে। সম্মেলনে এবছর অধিক সংখ্যক শিক্ষার্থী মেধাস্থান অর্জন করার ভিত্তিতে বিভাগ ও জেলাওয়ারী শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সম্মাননা সনদ প্রদান ও তিনটি ক্যাটাগরিতে মাদরাসাগুলোকে সম্মাননা দেয়া হয়।

প্রথম ক্যাটাগরিতে খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (বালক) হিসেবে সম্মাননা পেয়েছে যশোর সদরের আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা)। প্রতিষ্ঠানটির মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রসংখ্যা ১৬৪। দ্বিতীয় স্থান অধিকারী জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম কুষ্টিয়া, মঙ্গলবাড়িয়া বাজার, সদর, কুষ্টিয়া। প্রতিষ্ঠানটির মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রসংখ্যা ১১৪। তৃতীয় স্থান অধিকারী খুলনার ‘মাদরাসা উমার বিন খাত্তাব রা.’ । মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রসংখ্যা ৬৯। সম্মেলন তেকে প্রত্যেক জেলার একটি পুরুষ ও একটি মহিলা মাদরাসাকে সনদ দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: