সচেতন ছাত্রসমাজ যশোর-এর পক্ষ থেকে ট্রান্সজেন্ডারবাদ/সমকামিতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত।
দেশের মানচিত্র, ৪ অক্টোবর ২৪
আজ শুক্রবার (৪ অক্টোবর) জুম্মার নামাযের পরে সচেতন ছাত্রসমাজ যশোর-এর পক্ষ থেকে যশোর প্রেসক্লাবের সামনে ট্রান্সজেন্ডারবাদ/সমকামিতার বিরুদ্ধে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত সুদীর্ঘ মানববন্ধনে অংশ নেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ, সরকারী সিটি কলেজ যশোর, এম, এম, কলেজ, যশোর পলিটেকনিক কলেজ সহ বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীবৃন্দ। সাথে আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ। উক্ত মানববন্ধনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন মুফতি আমানুল্লাহ কাসেমী (মুহাদ্দীস, আল-জামিয়াতুল ইসলামিয়া দড়াটানা মাদরাসা, যশোর) ও প্রফেসর ফিরোজ আহমেদ (সহকারী অধ্যাপক, আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর।) মানববন্ধনে ছাত্ররা এই প্রতিপাদ্যকে সামনে রাখে বিভিন্ন স্লোগান দিতে থাকে “সমকামিতার স্বীকৃতি, অধিকার নয় বিকৃতি। ব্যক্তির জন্য অধিকার, বিকৃতির জন্য প্রতিকার।”
উক্ত মানববন্ধনে সচেতন ছাত্রসমাজ যশোর-এর পক্ষ থেকে নিম্নোক্ত দাবীসমূহ জানানো হয়-
১. জাতীয় পাঠ্যপুস্তক সংস্কার কমিটিতে মানবতার জন্য হুমকি ট্রান্সজেন্ডার মতবাদের ধারকবাহকদের বাদ দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ধর্মীয় প্রতিনিধিত্বশীল শিক্ষাবিদদের সম্পৃক্ত করতে হবে।
২. দেশের অভিভাবকবৃন্দকে ভবিষ্যৎ প্রজন্মের সভ্যতা ও সংস্কৃতির ব্যাপারে সচেতন হতে হবে।
৩. পাঠ্যপুস্তকে এমন কোনো ভিনদেশী মতাদর্শ প্রচার করা যাবে না, যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতি ও ঈমানী মূল্যবোধকে আঘাত করে
৪. এলজিবিটিকিউ (LGBTQ) এবং জেন্ডার আইডিওলজি সহ ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কনটেন্ট এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশের পাঠ্যপুস্তকে রাখা যাবে না।
৫. গণমানুষের চাহিদাকে আমলে নিয়ে আগামী বছরের জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতির প্রতিফলন থাকতে হবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ফিরোজ আহমেদ বলেন, “ট্রান্সজেন্ডার মতবাদের বিষয়টি শুধু ইসলাম বিরোধী তা নয়, এটা মানবতা বিধ্বংসী মতবাদ। আমাদের পারিবারিক কাঠামোকে ধ্বংস করার জন্য পশ্চিমারাই এর প্রচারণা চালিয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে সর্বশক্তি নিয়োগ করে তা রুখে দিতে হবে।”
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আহ্বায়ক মুফতি আমানুল্লাহ কাসেমী বলেন, সাম্প্রদায়িক চেতনাধারী স্বার্থান্বেষী পশ্চিমা বিশ্বের পদলেহনকারীরা এদেশের গণমানুষের চাহিদাকে অগ্রাহ্য করে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের হাজার বর্ষী সভ্যতার বিপরীতে ভিনদেশী অপসংস্কৃতি চাপিয়ে দিতেই এলজিবিটিকিউ (LGBTQ) এবং জেন্ডার আইডিওলজি জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে। এবারের জাতীয় পাঠ্যপুস্তকে ইসলামী মূল্যবোধকে আঘাত করে এমন কোনো ভিনদেশী মতাদর্শ প্রচার করতে দিবে না এদেশের সচেতন ছাত্রসমাজ ও অভিভাবকবৃন্দ।
মুফতি সাইফুল ইসলাম (তানযীমুল কুরআন মাদরাসা, যশোর)-এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাসুদ রানা, এম. এম. কলেজ থেকে মো: শাহরিয়ার, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মো: জারির হোসেন এবং যশোর মেডিকেল কলেজ থেকে মো: তাহসিন সহ অন্যান্য ছাত্রবৃন্দ।