আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম দেখতে ফিলিস্তিনি রাষ্ট্রদূত
দেশের মানচিত্র, ২৩ আগস্ট ২০২৪
বন্যাদুর্গতদের নিয়ে কাজ করছেন শায়েখ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন। করোনা মহামারী, ২২ এর বন্যা সহ সকল দুর্যোগে মানুষের ভরসার স্থল এই অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশের মানুষের সুখে দুঃখে সবসময় সাথে থেকেছেন তারা।
শায়েখ আহমাদুল্লাহ তার ভেরিফাই ফেসবুকে একটি পোস্টে বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান আজ আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন। আমাদের বিশাল কর্মযজ্ঞ দেখে তিনি অভিভূত হয়েছেন এবং দুর্গতদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জন্য যে গভীর ভালোবাসা দেখিয়েছে, আপনাদের দুর্যোগে এর দায় কিছুটা হলেও আমি শোধ করব। এ সময় তিনি আক্রান্তদের জন্য একটি সিম্বলিক সহায়তা প্রদানেরও আগ্রহ প্রকাশ করেন।
ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এই মানবিক তৎপরতা মুসলিম ভ্রাতৃত্বের উজ্জ্বল নমুনা হয়ে থাকবে। আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।